ভাবনারা সব হয়ে যায় এলোমেলো
কথাগুলো শুধু কথাই যে থেকে গেল।
তবে কি ওসব কথার কথাই ছিল
অকারণে কেন কথা তবে দিতে গেল?
যার কথা আজ দিকে দিকে ঘোরে ফেরে
আমি ভাবনায় পড়েছি কথার জেরে।
কথাতেই মনে জেগেছিল বিশ্বাস
মনে হয় সেই কথা ছিল পরিহাস।
আজও তবু সেই কথাকেই মনে রেখে
মনের আঁচলে স্বপ্ন চলেছি এঁকে,
এক দিন সেই কথা ছিল মধুময়
আজ যত ভাবি বাড়ে তত বিস্ময়।
কেন কথা দিতে গিয়েছিলে বলো দেখি!
নিঃসন্দেহে সেই কথা ছিল সবই মেকী।