আজকে যাব মাসি বাড়ি
পিসি বাড়ি কাল
মাসি বাড়ি যশোরে আর
পিসির বরিশাল।

ময়মনসিংয়ে যাই ঘুরতে
সেথায় থাকে কাকা
আমার মামা বড় উকিল
থাকেন তিনি ঢাকা।

আমরা থাকি ভারতে আর
ওরা বাংলাদেশে
আমরা সবাই এক যদিও
রই কেন দুই দেশে?