পা চালিয়ে চল এগোই
সন্ধ্যা এল নেমে
বন জঙ্গল না পেরিয়ে
কেউ যেও না থেমে।
জানি না কেউ বাঘ ভাল্লুক
কখন চলে আসে
ওরা নাকি মানুষ খেতে
ভীষণ ভালবাসে।
যদি না চাও মরতে তবে
হাঁট তাড়াতাড়ি
ঘরের সবাই ভাবছে আমরা
ফিরব কখন বাড়ি।
প্রাণটা হাতে বন পেরিয়ে
ঘরে ফিরি রোজ
খুব খুশি হই না যদি হই
বাঘ ভালুকের ভোজ।