হচ্ছে যা আজ কখনো ভাবিনি অবাক হচ্ছি তাই
বসেছে ভণ্ড সাধু সিংহাসনে রাজ্যটা তার চাই।
হা হুতাশ আজ করছে সবাই ভাবছে কি ভুল করেছি
ফকিরের বেশে এসেছিল দেশে সাধু ভেবে তাকে মরেছি।
মহা ধড়িবাজ প্রতারক সে পাওয়া গেছে পরিচয়
যতই বলুক বিশ্বাস করো আর কোনদিন নয়।
মিঠে কথা তার ছিল শুধু ছল হয়ে গেছে জানাজানি
তাইতো এখন সবার অনীহা শুনতে যে তার বাণী।
সবাই এখন  করে অনুতাপ বড় ভুল হয়ে গেছে
সুচ হয়ে ঢুকে হয়েছে সে শেল চিনতে পারিনি তাকে।
খুলে গেছে তার মুখোশ এখন তার মত ঠগ নাই
সবার মুখেই এক কথা শুনি ঠগের বিদায় চাই।