চাবুক হাতে মনিব করে
মজুর নিয়ন্ত্রণ
ভগবানের মন্দির গড়ার
হয়েছে তার মন।

মনিব জারি করে দিলেন
একখানা ফরমান
মজুর কাজে দিলে ফাঁকি
যাবে তার গর্দান।

মনিব যা চায় করবে আদেশ
যেমনটা তার ইচ্ছে
শুধোবে কে মজুরদের কি
ইচ্ছে বা অনিচ্ছে।

যার দাঁড়ানোর ইচ্ছে মনে
মজুরগুলোর পক্ষে
মাথা মোটা সেসব মানুষ
পাবে না আর রক্ষে।

একজন এসে সাহস করে
ধরে মনিবের গলা
শুধোয়, মজুরগুলোর কথা
যাবে না কেন বলা?

জেনে রেখো মজুরগুলোই
হচ্ছে ভগবান
মন্দির তারা গড়তে পারে
নিতেও পারে প্রাণ।

যেসব মজুর তাদের হাতে
গড়ে দেবালয়
তারা ভগবানের চেয়ে
কক্ষনো কম নয়।