এতদিন মেঘ ছিল কোনখানে
ছিল কি অবস্থায়
একটি বারের জন্য ভাবনি তাকে
আজ সে হয়েছে পরম প্রিয়
আজ তাকে ছাড়া বাঁচা দায়।
এতদিন ছিল সকলের প্রিয়
মেঘ মুক্ত নির্মল আকাশ
সূর্য যখন ধারণ করেছে রুদ্রমূর্তি
প্রাণ করে হাঁসফাঁস।
আজ খুঁজে ফের আকাশটা জুড়ে
মেঘ কোনখানে আছে
তাকে ত্রাণকর্তার আসনে বসিয়ে এখন
সূর্যের নামে নালিশ জানাতে চাও তার কাছে।
মেঘদল তাই দেখে
হাসে মনে মনে
এত দিন যাকে ভুলে গিয়েছিলে একেবারে
বাঁচার তাগিদে এসে হলে জড়ো
জোড় হাতে তার দ্বারে।
ক্রমে উত্তাপ বেড়েই চলেছে
বাঁচাই হয়েছে দায়
এখন বাঁচাতে পারে শুধু মেঘ
এই সংকটাবস্থায়।
সবাই এখন বুঝেছে কি ভুল
হয়েছে মেঘকে ভুলে
প্রয়োজনে এসে জড়ো হতে হল
আজ তারই পদতলে।