খোঁচা কেন মারিস তোরা
থাকতে দে না শান্তিতে
চোর মহারাজ সাধুর বেশে
পড়ছি যে তাই ভ্রান্তিতে।
জ্যোতিষ বসে ভাগ্য গোনে
পাথর কেনার দেয় বিধান
যে বেচারার ভাগ্য খারাপ
নেয় সে মেনে তার নিদান।
কানা সাধু ভিক্ষা করে
হেঁড়ে গলায় গায় সে গান
দু এক টাকা দেয় যদি কেউ
ছুঁড়ে ফেলে সেসব দান।
ভাগ্যটাকে  বদলাতে চাই
দেনার দায়ে নাভিশ্বাস
বিপন্নতায় মানব না হার
করছি ক্ষেতে আশার চাষ।