“লোহা, কাগজ,বোতল-বিক্রি আছে”
সকাল হতেই আওয়াজ ভেসে আসে।
তার পরেতে  সব্জিওয়ালা  এসে ছাড়ে হাক  
কুমড়ো, বেগুন,পেঁপে,মূলো আরও আছে শাক ।
কাগজওয়ালা “কাগজ” বলে কাগজ ছুঁড়ে যায়
দেখতে সে চায় পেলাম কি না, ঘাড় ঘুরিয়ে চায়।
শিলনোড়াতে  ধার কাটাতে মেশিন নিয়ে ঘোরে
মুড়ি নিয়ে মুড়িওয়ালা ফিরছে দোরে দোরে।  
গ্যাসওয়ালার কাঁধেতে গ্যাস নামিয়ে হাফ ছাড়ে
ময়লা লাগা পোশাকটা সে দুই হাত দিয়ে ঝাড়ে।
দুঃখী বুড়ি চায় ভিক্ষে কেউ নেই দু কূলে
ভিক্ষা পেয়ে কৃতজ্ঞতা জানায় দু হাত তুলে।
পিওন আসে মাঝে মাঝে অনেক চিঠি হাতে
বেকার যুবক  ঠায় চেয়ে রয় নিয়োগপত্রের অপেক্ষাতে।
কাজের মাসী রোজই আসে, করেছে আজ কামাই
জানিয়ে গেছে তার ঘরেতে এসেছে মেয়ে জামাই।
দিন গড়িয়ে সন্ধ্যা নামে বাবা ফেরে ঘরে
ঠাকুর ঘরে প্রদীপ জ্বলে আলোয় উঠে ভরে।