আজানের ধ্বনি স্তব্ধ হয়েছে
বিষন্নতা পরিবেশে
নিরুপায় তাই বুকে ব্যথা নিয়ে
কথা বলে হেসে হেসে।
দূষণ মাত্রা পার করে আজ
চড়েছে যখন শিরে
ত্রাহি ত্রাহি রব সকলেই চাই
আবার সুদিন ফিরে।
ন্যায়ালয়ে ন্যায় পাওয়ার আশা তো
আকাশকুসুম সমান
বিচারের বাণী  কেঁদে মরে তাই
চাস কি সাক্ষ্য প্রমাণ?
ধোঁয়াতে  ধোঁয়াতে ছেয়েছে এমন
যাচ্ছে না নেওয়া শ্বাস
ভেঙে চুরমার করিসনে ভাই
মানুষের বিশ্বাস।