মিতভাষী বলে কত বদনাম
কেউ বলে দেমাকে মাটিতে পা পড়ে না
কিন্তু ওরা জানে না
গড়িয়ে কথা বলার অভ্যাস থাকে না সবার
কাউকে কাউকে দেখে
মনের ভিতর ভীষণ হিংসে হয়
ভাবি ওরা কেমন করে পারে
এত মিথ্যে কথা বলতে এক নাগাড়ে ।
ওরা মিথ্যে কথার মালা বোনে
প্রকাশ্য জনসভায় বিনম্রতার সাথে
শুষ্ক হাসি মিশিয়ে সে মালা গলায় পরাতে কাঁপে না হাত
তবে মিথ্যেকথার সওদাগরেরা নির্ঘাত............
শিক্ষাগত যোগ্যতা ছাড়াই
প্রবঞ্চকতায় স্নাতকোত্তর করেছে অর্জন।
আশ্বাস দিতে পারে ওরা ভুরি ভুরি
সরল সাদা সিধে মানুষগুলো চলে পিছে দলে দলে
অমৃত ফল নাকি এনে দেবে ওই শঠ জোচ্চোরগুলো।
ওরা কত কথা বলে, কত কথা দেয়
কথা রাখার প্রয়োজন অনুভ করে না।
লজ্জা পিছলে পড়ে। ওদের ছোঁয় সে সাধ্য কোথায় তার
নির্লজ্জতার আবরণে ওরা থাকে আবৃত।
মনের ভিতর স্বগতোক্তি উচ্চারিত হয়
"ওরা করে চলেছে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা
ওদের কথা আর বিশ্বাস করা নয়
অমন অসার কথার নেই কোন প্রয়োজনীয়তা"।