পাঁচু কুণ্ডু মাথা মুণ্ডু বকছে কদিন ধরে
ডাক্তার বলে আজব রোগে ধরল কেমন করে।
থার্মোমিটার যায় ফেটে তার বগল তলে দিলে
হাতের নাগাল যা পায় সে চায় তা খেতে গিলে।
ধরে ডাক্তার হাতখানি তার যখন দেখে নাড়ি
পাঁচু বলে হচ্ছেটা কি ছাড়ুন তাড়াতাড়ি।
দিনে ঘুমোই রাতে জাগি পায় না ক্ষিদে তাই
কাজ নেই তাই শুয়ে থাকি ভাল্লাগে না ছাই।
জলের অভাব তাই কাঁদলেও চোখ শুকনো থাকে
পাঁচু কুণ্ডু বলে দুঃখের কথা বলব কাকে।
কিছু মানুষ দেখলে পরে কুকুর মনে হয়
অন্ধকারেই নয়তো এখন পাচ্ছি দিনেও ভয়।
যাচ্ছে বৃথা চিকিৎসা সব ফল যায় না পাওয়া
ডাক্তারকে বিদায় দিয়ে খাচ্ছে পাঁচু হাওয়া।