শ্রমিক তুমি খেয়েছ কি? রয়েছ না খেয়ে?
কেমন আছ জানতে কে চায়? দেখে কি কেউ চেয়ে?
বিশ্ব জুড়ে শ্রমিক দিবস হচ্ছে পালন আজ
কাজ করে চাও খেতে, কিন্তু কোথাও নেই কাজ।
দেশ ছেড়ে ভিন দেশে যাওয়া শ্রমিক ফিরছে হেঁটে
ভাবছে কোভিডের দুর্দিন শিগগির যাবে কেটে।
নাম আজ ওদের পরিযায়ী চলছে নাড়ীর টানে
ভাবছে নিজের গ্রামে ফিরলে হয়তো বাঁচবে প্রাণে।
মুখ ফিরিয়ে নিচ্ছে সবাই পাচ্ছি পরিচয়
তুমি শ্রমিক সবার জন্য তোমার জন্য নয়।
শ্রমিক তোমার জন্য গর্বে বুকটা ভরে তাই
পৃথিবীটা গড়তে হলে শ্রমিকদেরই চাই।
শ্রমিক তুমি মানবে না হার লড়াই থাকুক জারি
আসবে তোমার জয় নিশ্চয় একথা বলতে পারি।