মনের কথা তোমাকে বলতে চেয়েছি কতবার
কিন্তু তোমার শোনার সময় কোথায়
ক্ষতটা ক্রমশঃ ঘভীর থেকে হচ্ছে গভীরতর
আর পারি না যন্ত্রনায় কাতরিয়ে মরি ব্যথায়।


উত্তুরে হাওয়া বইছে এখন জলীয় বাষ্পহীন
মর্মর ধ্বনি তুলে ঝরে পড়ে গাছের প্রবীণ পাতা
নির্মীয়মান অট্টালিকারা আকাশটা ছুঁতে চায়
কেন না ডেকে চুপচাপ চলে গেলে সুস্মিতা।


দু চোখে কত না স্বপ্ন  সাজানো ছিল
ভাবিনি কখনো ভরা বুকখানা এইভাবে হবে রিক্ত
দাবদাহে মাটি ফেটে চৌচির হচ্ছে যখন
তখনই হঠাৎ অনুভূত হল দু চোখ হয়েছে সিক্ত।


আকাশের চাঁদ তারা এনে দেওয়ার দিইনি প্রতিশ্রুতি
বুকভরা ভালবাসা দিয়েছি উজাড় করে
ভালবাসা দিয়ে সব আবদার মেটানো যায় না ছিল না জানা
দু চোখ বিছিয়ে আছি অচিরেই আসবে আবার ফিরে।


কিছুই ছিল না তবুও নিঃস্ব ভাবিনি এভাবে আগে
এক জোড়া পাখি ডানা মেলে উড়ে আকাশের বুকে সুখে
রিক্ত-নিঃস্ব হয়েছি সে শুধু শূন্যতার অবদান
ওরা কাছে ঘেসবার পেত না দুঃসাহস যদি সে রইত বুকে।