উঠে পড় দেখ চেয়ে
              চলে গেছে রাত
এসেছে আঁধার শেষে
              উজল প্রভাত।

অলসতা কর দূর
              হাত মুখ ধুয়ে
আর থাকা ঠিক নয়
              বিছানায় শুয়ে।

সূর্য প্রণাম কর
               বল মনে মনে
হে প্রভু শক্তি দাও
               তুমি মোর মনে।

ন্যায় কাজে যেন মোর
                সদা মতি রয়
আন্যায়ে প্রতিবাদে
                করব না ভয়।

গুরুজনে শ্রদ্ধায়
                 করব প্রণাম
লক্ষ্যটা হবে শুধু
                 দেশের সুনাম।

সহায়তা তরে ব্রতী
                 হব দীনজনে
নাহি দিব কভু ঠাঁই
                  ভেদাভেদ মনে।

সদা যেন রয় মোর
                   নির্মল মন
মেনে যেন চলি সদা
                  গুরুর বচন।

এর পর নিজ নিজ
                 পাঠে দাও মন
তবে হবে সুন্দর
                 জেনো এ জীবন।