ওরে তোরা উলু দে, বাজা তোরা শাঁখ
রবি দাদুর জন্ম দিন আজ পঁচিশে বৈশাখ।
রবি দাদুর জন্ম দিনে আজ কত হই চই
রবি দাদুর গানের সাথে আয় নাচি সব সই।
রবি দাদু এসেছিলেন এদিন পৃথিবীতে
সেই যাদুতে বৈশাখেতে মনটা উঠে মেতে।
শুনলে রবি দাদুর কথা মনটা ভরে যায়
রবি দাদুর জন্ম দিন আজ পালন করি আয়।
পিতা দেবেন্দ্রনাথ আর মাতা সারদা সুন্দরী
কলকাতাতে জন্ম জোড়াসাঁকো ঠাকুরবাড়ী।
অপছন্দ ছিল স্কুল,  বাড়িতে পড়া লেখা
অমন মানুষ পৃথিবীতে যায় না তেমন দেখা।
কবিতা লিখেছিলেন প্রথম মাত্র আট বছরে
সেই শুরু তার পরে লিখেছেন সারা জীবন ধরে।
গল্প কবিতা উপন্যাস কত দিয়েছেন উপহার
সমৃদ্ধ তাই আজ আমাদের বাংলার ভাণ্ডার।
তার গানেতে প্রাণ ভরে যায় নেই তুলনা তার
গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন পুরস্কার।
রবি দাদুর কথা ভেবে বুক ভরে গর্বেতে
সবাই চেনে বাঙালীদের এখন পৃথিবীতে।
ভারতকে দিলেন জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’
‘আমার সোনার বাংলা’ তারই বাঙালীদের প্রিয়।
ওরে তোরা উলু দে , বাজা তোরা শাঁখ
রবি দাদুর জন্ম দিন আজ পঁচিশে বৈশাখ।