প্রজাগণই বানায় রাজা বসায় সিংহাসনে
রাজা তুমি এই কথাটা একটু রেখো মনে।
যারা ক্ষমতা দিয়েছে তোমার হাতে তুলে
ভাল হবে না যদি যাও তাদের তুমি ভুলে।
রাজা তুমি এই কথাটি সদাই রেখো মনে
ওই প্রজারাই বসিয়েছে তোমায় সিংহাসনে।
তুমি রাজা নয়তো হলে প্রজার প্রতিনিধি
প্রজার হিতেই হয় রচিত যেন সকল বিধি।
জানবে তুমি প্রজার বলেই আজকে বলীয়ান্‌
রাজা তোমায় ভাবতে হবে প্রজাদের কল্যাণ।
প্রজারাই তো শক্তি তোমার মিথ্যে কথা নয়
তারা তোমার পক্ষে ছিল তাই পেয়েছ জয়।
যারা দিয়েছে ক্ষমতা তাদের গেলে ভুলে
চাইলে পারে ফেলতে ছুঁড়ে আসন থেকে তুলে।
রাজা তোমার পিতার আসন প্রজারা সন্তান
লক্ষ্য তোমার হবে একটাই প্রজাদের কল্যাণ।
তোমার হাতে শাসনের ভার নয় তো অত্যাচার
দেখছে সবাই কোনটা শাসন কোনটা অবিচার।