রাম রহিমের ছেলেপুলে মরছে বিবাদ করে
থাকত ওরা মিলেমিশে শান্তি ছিল ঘরে।
দাউদাউ দাউ রহিমের ঘর হচ্ছে পুড়ে ছাই
রামের ঘরে সবাই খুশি দুঃখের লেশ নাই।
শুভ বুদ্ধি জাগুক ওদের থাকুক মিলেমিশে
বলব ওদের পরের কথায় মন না ভরুক বিষে।
রাম রহিমের মধ্যে কোন দ্বন্দ বিভেদ নাই
তাদের মতই মিলেমিশে থাকতে শেখো ভাই।
এই আচরণ দেখলে রামও মুখ ঢাকত লাজে
তার চ্যালাদের এমন কর্ম কক্ষনো কি সাজে?
দ্বন্দ বিভেদ ভুলে গিয়ে মেলো আবার গলে
সম্প্রীতির প্রদীপ সবার ঘরে আবার উঠুক জ্বলে।