ওরা এল কারা, এল কোথা থেকে?
কে দেখাল পথ, কে এনেছে ডেকে?
জানা বড় প্রয়োজন
জঙ্গী আক্রমণেতে সামিল ছিল না তো বিভীষণ।
মীরজাফর তো এ দেশেরই ছেলে
নিঃশ্চিহ্ন হয়নি আজও বহু মেলে
দানা বাধে সন্দেহ।
অতন্দ্র সীমান্ত রক্ষীর নজর এড়িয়ে
অনুপ্রবেশ সোজা নয়
তবু জঙ্গীদের হয়েছে উদয়
ভেবে হই বিস্মিত।
সেনা জঙ্গীর গুলির লড়াইয়ে
পাঠানকোটের মাটি উঠল কেপে
কাঁপল না শুধু সৈনিকদের প্রাণ
নিয়েছে শপথ দেশ রক্ষার তরে প্রয়োজনে
দেবে প্রাণ বলিদান।
সাত'টি তাজা প্রাণ হয়েছে শহীদ জঙ্গী নিধন যজ্ঞে
প্রাণের পরোয়া করেনি ওরা
অটুট রেখেছে ভারতের সম্মান
আজ নির্ভয়ে ঘরে ঘুমোচ্ছ যারা
ওদের শ্রদ্ধা জানাতে ভুলোনা
জানিও কৃতজ্ঞতা
অতন্দ্র সৈনিক রেখেছে অটুট
অতি প্রিয় স্বাধীনতা।