একনাগাড়ে বৃষ্টিপাতে
  ডুবে গেল রাস্তাঘাট
দেখলে মনে হয় না সেথায়
বসত রোজই বাজার হাট।

জল জমা সেই রাস্তা দিয়ে
  চলছে সবাই সাবধানে
কেউ জানে না জলের তলায়
   খানা খন্দ কোনখানে।

সামলে চলো এই সময়ে
হয় যদি হোক ধীরগতি
পা পিছলে পড়ে যেন
না হয় কোন দুর্গতি ।

জল নামতেই জাগবে ডাঙা
চিরদিন কি জল রবে
একটু কষ্ট নাও মেনে ভাই
আবার সুখের দিন হবে।