ছুটে ছুটে তোমার কাছে আসি
বাবুঘাটে নয়তো গড়ের মাঠে
তোমার দেখা মেলে না সবদিন
উদাস হয়ে যাই দেখা না হলে।
পথের পানে তাকাই তবু আশায়
তবে যেদিন ভাগ্যে শিকে ছেঁড়ে
সেদিন বুকে খুশির জোয়ার ছোটে
দেখে চপল হাসি তোমার ঠোঁটে।
গাছের তলায় শান্ত ছায়ায় বসে
ইচ্ছে করে একটু তোমায় ছুঁই
একটা পাখি হঠাৎ ডেকে উঠে
পাগল হয়ে চাইছে হতে দুই।
মেঘে কখন আকাশ গেছে ভরে
ভিক্টোরিয়ায় বৃষ্টি নামল জোরে
দুজনের মাঝে ছিল একটাই ছাতা
মাথার উপর ধরেছিলে ছাতা খুলে।
আশ্রয় নিয়ে ছাতার তলায়
               ভেবেছি না যাও ভিজে
সেদিন ছাতাটা আমাকে দিয়ে
তুমি ভিজেছিলে নিজে।
আজকে যখন শ্রাবণে বৃষ্টি নামে
সেই দিনটাকে স্পষ্ট দেখতে পাই
নাম না জানা পাখি শুধায় এসে
একা কেন বসে আছ তুমি ভাই?