দেখছি এ কি দেশে এখন? নিত্য লড়াই দাঙ্গা
এসব দেখে কেমন করে মনটা থাকে চাঙ্গা।
অন্যায়কে মানতে কে চায় নিচ্ছে তুলে ঝাণ্ডা
মুখ বুজে আর থাকবে না কেউ যতই মারুক ডাণ্ডা।
প্রতিবাদে হচ্ছে সামিল শুনছি বাঘের গর্জন
লুঠ হয়েছে স্বাধীনতা করতে হবে অর্জন।
আজকে ওরা মরতে রাজি লড়াই ছাড়তে নয়
পায়ের তলার মাটি গেলে থাকে কিসের ভয়।
জ্বলছে আগুন দিকে দিকে সারা ভারত জুড়ে
দোষ দিয়ে দোষ ঢাকছ এখন যাচ্ছে যে দেশ পুড়ে।
ভালমন্দ বোঝে সবাই কেউ নয় তো বোকা
সবাই বুঝে গেছে কেমন চাইছ দিতে ধোঁকা।
কত তাজা প্রাণ যে গেল নিচ্ছ না তার দায়
সাধু সেজে থাকলেই কি সাধু হওয়া যায়?
কি ভেবেছি দেখছি এ কি আছি এ কোন স্বর্গে
খুঁজলে মেলে শান্তির লাশ এখন শুধু মর্গে।