আর যুদ্ধ, হানাহানি নয়
আর নয় কোন রক্তপাত
অস্ত্রের ঝন্‌ঝনানি এবার বন্ধ হোক
দম্ভ, অহঙ্কার, ঔদ্ধত্য আচরণ
এবার যাক নিপাত।
তার চেয়ে বরং
এসো মিত্রতা করি
কাঁধে কাঁধ মিলিয়ে  দাড়াই পাশাপাশি
অন্যায়, অনাচারের বিরুদ্ধে
গড়ে তুলি মজবুত প্রতিরোধ।
ভ্রাতৃত্ববোধের চারা বেড়ে উঠুক
শাখাপ্রশাখা বিস্তৃত হোক বহুদূর
সুনীবিড়,শান্ত, শীতল ছায়াতলে
পথভ্রান্ত পথিক দু-দণ্ড বিশ্রাম সেরে
খুঁজে পাক তার সঠিক পথের দিশা।
তাই তোমরা দয়া করে আর
বাজিও না যুদ্ধের দামামা।
বহু মূল্যবান সময়ের হয়েছে অপচয়
অবিলম্বে যুদ্ধের সিদ্ধান্ত করো বর্জন
সবে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হও
আর যুদ্ধ নয়, এইবেলা শুধু অস্ত্র পরিহার
শান্তি প্রতিষ্ঠা করব পুনঃ শ্মশানের বুকে
ঘরে ঘরে পৌঁছে দেব
শান্তি এসেছে ফিরে শুভ সমাচার।