ঠাকুমা কেন কওনা কথা
বেড়েছে নাকি বাতের ব্যথা।
মুখে কুলুপ রেখেছ এঁটে
দাদুর প্রাণ যাচ্ছে ফেটে।
বলো কি হল হঠাৎ করে
কেন এত রাগ দাদুর পরে।
দাদু তো তামাক বিড়ি ছেড়ে
মাথা শুধু তার যাচ্ছে নেড়ে।
একটু বোঝ দাদুর ব্যথা
শোনাও দুটো মধুর কথা।
তোমার কথা শুনলে পরে
দাদুর প্রাণ খুশিতে ভরে।
ছেড়েছে সে নাওয়া খাওয়া
তার নেই আর কোন চাওয়া।
একটাই তার মনে আশা
চায় পেতে সে ভালবাসা।
মেলায় নিয়ে চায় সে যেতে
চায় তোমাকে কাছে পেতে।
সে আরও কত কিছু ভাবে
ফুচকা, আলু কাবলি খাবে।
আমাকে যদি বল বাঁদর
না যদি আর কর আদর
তাতে কোনই দুঃখ নাই
আমি কেবল দেখতে চাই
মিলেমিশে আছ দুজন
যেমন তেঁতুল পাতায় সুজন
সকল ঝগড়া মিটে যাক
আমি বাজাই খুশির ঢাক।