সকাল হওয়া অবধি তর সয় না
বিছানা সরিয়ে তাড়াতাড়ি উঠে পড়ি
আগের মত এখন আর ইচ্ছে করে না
বিছানায় শুয়ে দিই আরো গড়াগড়ি।


ফুলের পাপড়ি গুলো শুকিয়ে গিয়েছে
তাতে খুঁজে পাওয়া যাচ্ছে না কোন ঘ্রাণ
নশ্বর দেহ চিতায় লীন হয়ে গেলে
কি মূল্য দেহের যখন থাকে না প্রাণ?


কারো কথা কারো এখন সহ্য হয় না
কথায় কথায় এখন ঝগড়াঝাঁটি
খুশি হতে কেউ চাইছে না কিছুতেই
খাদে পড়ে ভাবি জীবনটা হল মাটি।


পেয়েছে নেশায় মাথা কাজ করছে না
পাগলের মত দু হাতে ভরছি ঝুলি
অনেক রাতে মোট বওয়া শেষ হলে
খুচরো পয়সা বসে বসে গোনে কুলি।