ধূ ধূ করা প্রান্তর জলাশয় হীন
তৃষ্ণায় বুক ফাটে বড় দুর্দিন।
নেই বন, জঙ্গল  তবু  নেকড়েরা
প্রকাশ্য দিবালোকে করে ঘোরাফেরা।
নির্ভয়ে মানুষেরা
ঘরে ফিরে যেতে চায় সন্তর্পণে
না জানি হায়না কোথায় আছে
বসে ওঁত পেতে।
দুর্দশা আজ বঙ্গ জননীর
সতীত্ব লুঠ হচ্ছে যত্র তত্র
তারা অপরাধী নয় তবু লজ্জায় করে শির নত ।