কেউ কি শুনতে পাচ্ছ একটা সুতীক্ষ্ণ চিৎকার
অতর্কিতে ভাইরাস করেছে আক্রমণ
হৃদয় অলিন্দে প্রবেশ ঘটেছে তার
অভাবিত ছিল না এমন সংক্রমণ।
ভাইরাসের বিচরণ এখন সর্বত্র লক্ষণীয়
কার আছে তাকে প্রতিরোধ করার সাধ্য
অঙ্কুরে তার বিনাশ হয়নি করা
এখন সে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য।
মনুষ্যত্ব হয়েছে ভাইরাসে আক্রান্ত
লুকিয়ে বাঁচার জায়গা পায় না সে
যা কেউ কখনো ভাবেনি হয়েছে তাই
কখন ফাটল ধরেছে যে বিশ্বাসে।
ভাইরাস বৃদ্ধির উপযুক্ত পরিবেশ
আমরা দিয়েছি গড়ে
আদ্যোপ্রান্ত আক্রান্ত হয়ে
এখন রয়েছি সেই মরণ ফাঁদেই পড়ে।
বিশ্বাসঘাতক ভাইরাস বিশ্বাসকে করেছে পীড়িত
তাই বিশ্বাস এখন অসুস্থ রীতিমত
একদিন সে আরোগ্য লাভ করে
সুস্থ হয়ে উঠবে আমার বিশ্বাস
নির্মল আকাশ ভরে যাবে আবার ঝলমলে রোদ্দুরে।