ছোট্ট শিশু হয়ে জন্মেছি ধরাতে
বট বৃক্ষের বড়-বড় শেকড়ের মাঝেতে।
                ক্লান্ত পথিক এসে
                বিশ্রামে আনমনে বসে
কত কথা বলে বট বৃক্ষের সাথে
হৃদয় সঙ্গম ঘটে হৃদয়ের সাথে।।


আমি ছোট -ছোট  পাতা মেলে
বাতাসে মাথা খুশিতে ঢেউ খেলে।
                বলি আমি নিজের মনে
                পথিক বলবে আমার সনে
আসবে সেদিন এভূবন মাঝারে।
গর্বিত হব ঈশ্বর সৃষ্টি বাজারে।।


বট বৃক্ষের মতো করব প্রকাশ শাখা
রাখব শেকড় আসন মলিন স্নেহ মাখা।
                 বটের মতো করব হাওয়া
                 বটের মতো করব ছাওয়া
সকল ভেবে চাহি নিজ পানে
আমি যে বাদামের চারা আশা পূর্বে কেমনে?