গুন -গুন মধুকর
      গান তুমি গাও।
ছোট -ছোট ডানা মেলে
      দলবেধে রও।।


দলবেধে কর কাজ
      নাহি টান পিছু ।
কর্মহি ধর্ম
      নাহি অজুহাত কিছু ।।


তিল-তিল করে গড়
      আপনার বাসা ।
বড়ো কাজ করে ফেল
      ছোট থাকে আশা ।।


পরাগ সঞ্জোগ
      মহৎ কর্ম কর।
নিজের অজান্তে
      সৃষ্টি করতে পার।।


শরীরে অলসতা
       বাসা নাহি বাধে।
সততা আর নিষ্ঠা
       জীবন জোয়ার মাঝে ।।


তোমাদের যত সব
       নীতি দাও মোরে
আপনার দলে নাও
       মোরে দীক্ষিত করে ।।