পেটুক দাদু রাঘব সিংহ
        মস্ত তিনি বীর।
জঙ্গলেতে বাঘ ধরতে
        একটা নিত তির।।


আশি ডিমের টিফিন নিত
       সঙ্গে শতক কলা।
হাতির সমান শক্তি ছিল
       কম হবে তা বলা।।


দাদুর মাথায় টাকে ভরা
       ইয়া বড় গোফ।
পেট্টাছিল বিরাট কড়াই
       কানে চুলের ছোপ।।


বনের মধ্যে ঘোড়ার পিঠে
       হুংকারিত যবে ।
পশু পাখি ভয়ে কেপে
       পালিয়ে যেত সবে।।


সব শুনে ছোটন রাজা
       প্রশ্ন এবার করলো।
দাদু তবে সারা জীবন
       কটা বাঘ ধরলো ?


দাদু বলে করিণি পাপ
       বাণ ছুড়বো কাকে?
পিপড়েটাও থাকে নারে
       শিকার করবো তাকে ।