~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যস্ত মানুষ তিনি, পেশা তার নেশা
আমি বড্ড একা, নীরবতায় ঘেষা
সুখে আছি অনাবিল, শান্তি ছাড়া
তাই একেলা গুনি আকাশের তারা।


কোথায় গেলে পাব সুখের নাও
এমন জায়গা আছে কি কোথাও?
হয়তো নেই। তাই তার আশায় আছি
একদা বুঝবে সে কতটা ভালোবাসি।


চায়ের পেয়ালা হাতে গল্পের ঝুড়ি
ফুটবে মুখে যখন আমি হব বুড়ি
পূর্ণিমার চাঁদ হবে তখন আলোহীন
কী আর করা, মমতা যে রয় অমলিন।


তবু একদিন বুঝাব তাকে আমার প্রেম
কতটা যে মহামূল্যবান মণি মুক্তা হেম
আঁধারে উজ্জ্বল আলোর অযুত তারা
মায়ার ধরায় নই গো প্রেমহীন ছন্নছাড়া।


জগত ফুরাবে, ফুরিয়ে যাবে শত নেশা
শুধু নেশা নয়তো প্রেমের একক এশা
আশার ভেলায়, এই শরতের শুভ্র মেলায়
কত কথা হবে জীবনের শত রঙ্গ খেলায়।


শিকল ভেঙ্গে দেখব ঐ আলোর ভোর
আনন্দে খুলিব ভালোবাসার দোর
সেই প্রাতে সে আসবে সমুখে আমার
ফেলে সব, পেতে শুধু প্রেমের অভিসার।


৪ নভেম্বর ২০১৮
ভোলা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~