~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পৃথিবীর পথে দেখি কতো রঙ্গিলা মানুষ
হাঁটে - হাসে একসাথে
সুযোগের অপেক্ষায়।
একসাথে হেঁটে যায় -- বিনাশের পথে
আমাদের চারিপাশে
রাতদিন হাত রেখে হাতে
শুধু সুযোগের অপেক্ষায়।
নিরীহ হরিণ যেমন সবুজ ঘাসে
পিছে তার ভয়ঙ্কর বাঘ --
অপেক্ষায় থাকে -- গ্রাসে।
আজিকে ধরার পথে --আশেপাশে
ঝোপঝাড়ে ওঁত পেতে আছে
বিষাক্ত সাপের মতো
রঙিলা মানুষ
মানুষের মতো অজগর।
সুখের পৃথিবী আমাদের অঙ্গীকার।
আমরা সবাই চাই -- মরে যাই
নিশ্চিন্তে -- স্বস্তিতে --
পিছনে হাসুক আমাদের বসুন্ধরা।
তা কি আর হবে -- এই ভবে?
এখন পৃথিবী কাঁদে
হাসে রঙ্গিলা মানুষ;
আমাদের এখনো হলো না হুশ।
বেহুশ মানুষ
বেওয়ারিশ লাশের মতো ঘুমে;
পশ্চাতেই অট্টহাসি হাসে --
সেই সব রঙ্গিলা মানুষ।
নানান রঙের রঙ্গিলা মানুষ।
অজস্র ঢঙের রঙ্গিলা মানুষ।
পৃথিবীর পথ জুড়ে রঙ্গিলা মানুষ।


৬ ফেব্রুয়ারি ২০২১
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~