যদি তোমায় বলতাম ভালবাসার কথা,
মেনে নিতে পারতে?
যদি বলতাম তোমাকে নিয়ে স্বপ্ন দেখার কথা
তবে তুমি বুঝে নিতে পারতে?
যদি বলতাম তোমাকে নিয়ে ঘর বাঁধার কথা,
তুমি কি তাতে রাজি হতে?
যদি বলতাম তুমি আমার প্রেরণার ভাষা,
তবে তুমি আমার প্রেরণা হতে?

সব প্রশ্নের উত্তর যখন আমার জানা,
কেন মিথ্যা ভালবাসার নাটক করতাম বলো।
তুমি কষ্ট পাবে বলে তোমায় কিছু বলা হয় নি আমার।
তাই কবিতার ভাষায় বলে দিতে চাই, ভালবাসার কথা,
তুমি আমার অগ্রগতির দূত।
কোনদিন যদি আমাকে খোঁজ, আর ছোট্ট লেখা টা পড়,
তুমি যেন নিও তোমাকে কেউ ভালবাসতে পারত।