একমুঠো  ভাত চাই,
ভাত না হলেও চলবে,
ফেলা দেওয়া ফ্যান  দিয়ে
আজকের ক্ষুধা মিটিয়ে নেবো।


শৈশবে  মা বাবা রাস্তায় ফেলে দিয়েছিল,
সেই থেকে আমি পথশিশু।
রাস্তাঘাটে মা কে খুঁজেছি  একফোঁটা  দুধের জন্য,
পাইনি  মায়ের দেখা।
তারপরে আর খোঁজ করেনি,
রাস্তাকেই ঘর করে নিয়েছি।


তোমাদের ফেলা দেওয়া  খাবার ডাস্টবিন
থেকে তুলে আমার নোংরা  ছেঁড়া  কাপড়ে
মুছে পেটের ক্ষুধা মিটেয়েছি।
এবার একমুঠো ভাত চাই।


আমার মৃত্যু  ভয় আছে,
আমি বাঁচতে চাই।
পৃথিবীর  মায়াজালে নিজেকে,
আবদ্ধ করে নিয়েছি।
পৃথিবী রূপময় দৃশ্যে আমি মুগ্ধ,
আমি ধরণির বুকে একটু স্নেহ চাই।
নিজেকে বাঁচাতে চাই,
এর জন্য
আমার ভাত চাই।


সময়-দুপুর ১২.০৮, তারিখ -২৮/০১/২০১৭