************


আকাশটা আজ বড়োই অসহায়!
সন্ধ্যার ক্ষীন আলো টুকুও পড়েনি,
গুমরে গুমরে কাঁদছে!!


দূরে শিমুল তলা
তারই পাশে একটি ল্যম্পপোস্ট
চোখে পরে রক্তিম বর্ণ!!


তারই ছায়াতলে কে যেন দাঁড়িয়ে!
খুব চোনাজানা,বহু পরিচিতা এমনই অনুভূতি-


আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম-


কে তুমি!!!


অসহায়ত্বের মত দেখাচ্ছিল তোমায়
চুলগুলো এলোমেলো,
বারিধারার বর্ষন, কম্পিত ঠোঁট
!!


বিষাদ মেঘময় মুখখানি-


কাছে যাব ঠিক করলাম!
শুরু করলাম প্রস্তুরি পর্ব
।।


পা বারাতেই তুমি চলতে শুরু করলে
দূরে-বহুদূরে!;


শিমুল তলায় রয়ে গেল শুধু ভাবনাগুলো-


এখন প্রতিটা সন্ধ্যায় ,
খুঁজিফিরি তোমায়।


শিমুল তলায়!
আলো-আবছায়ায়।।


কই তুমি আর আসো নাতো!!