একবার ছুঁয়ে যাও
****************
অম্বিকা 18/11/17
""""""""""""'''''''''''''''''''''''''''""


মৃণালিনী!
একবার ছুঁয়ে যাও আমায়
হাতদুটি একটু প্রসারিত করে
একবার ছুঁয়ে যাও আমায় ।
বর্ষার বৃষ্টি হয়ে স্পর্শ্ব করো আমার শরীর
ভিজাও বর্ষনে অঙ্গের প্রতিটা স্থান।


অপূর্ন দেহ,তুমি আসো নি বলে
মরুভূমি আজও রয়েছে,
রয়েছে উত্তাল করা মরিচীকা
শুধু তুমি আসো নি বলে ।
পূর্ন হয়নি পৃথিবী সবুজ ছায়াতলে।।


অন্ধকার আজও ঢাকে রৌদ্রের আসরে
সুখ-দুঃখের ষোলোকলা অপূর্ন-
অপূর্ন জীবন, অপূর্ন দিনলিপি।


শুধু একবার গর্জে উঠুক মেঘ
কম্পিত হোক ভূতল,
উত্তাল স্রোতে বয়ে চলুক নদী,
মর্মর ধ্বনি ধ্বনিত হোক বাতাসে,
একবার এসো তুমি বৃষ্টি হয়ে
একবার ছুঁয়ে যাও তোমার বর্ষনে।।