গোধূলিতে পশ্চিম আকাশ রক্তিম হয়ে উঠেছিল
লালচে আভা ঘোমটার আড়ালে
বয়ে যাওয়া এক নদীর ধারে
আমি ছিলাম তোমার অপেক্ষাতে-


        সাঁঝ সাঁঝ মুখে,তোমার পদধ্বনি
                   বেজে উঠেছিল
শুরু হয়েছিল এক নতুন অধ্যায়
        এক মিঠে আলাপন
                       একটু হৃদয় আবেগ।
মুছে গিয়েছিল দিগন্তের বৈভব
                       তোমার হাতের স্পর্শে
আঁখিদ্বয়ে হারিয়েছিলাম
                       ঠোঁট ভরেছিল চিহ্নে।


সংকীর্ণ ওলট পালট ভালোবাসার অবসাদ
সেই থেকে বারবার প্রেমে পড়ি
                   একই হৃদয়ে,
                   বুঝি আলাপনের স্বাদ।।