একই কামে ভিন্ন ভঙ্গি
নারী সত্ত্বায় অশুচী
আর অম্বাবুচী-র ঘনঘটা।
     কামরূপে কেউ যত্ন পায়
      কেউ বা রয় অবহেলায়।।
কামাখ্যা মন্দিরএ শুদ্ধিকরন
গৃহের মাঝে অশুদ্ধতার ধরন।
মন্দিরে দেখে ভক্তি চোখে
রাস্তায়-লালবর্ণ তামাসা আঁকে।।
           অম্বাবুচী আশীর্বাদ
            ঋতুস্রাব অভীশাপ  
একই নারী,একই সত্ত্বা
তবুও কোথাও কৌতুক, কোথাও শ্রদ্ধা
           -এই হল মানবিকতা।।