আমি কষ্টেই সুখি
***************
অম্বিকা 15/11/17
~~~~~~~~~~~~~~


শুক্লপক্ষের পূর্ন চাঁদ জ্বল জ্বল করছে
আলোর সজ্জিত পৃথিবী তখন!
তুমি এসেছিলে-
পরিপাঠ্য বস্ত্রে,কাজলে ভরানো আঁখিতে,খোলা চুলে।


বাতাসে বেজেছিল নুপূরের ধ্বনি
অচঞ্চলিত ছিল বাতাস!
উষ্ণ ব্যকুল ঠোঁটে ছড়িয়ে দিয়েছিলে তৃষ্ণার দাবানল-
প্রসারিত হস্তে আলিঙ্গনে।।


সুখের ঘ্রানে মুখরিত !
বুকের মধ্যে চঞ্চল পবন
উর্ধ্বাশ্বাসে ছুটে বেড়াচ্ছিল লাল স্রোত শিরায়-উপশিরায়।
প্রতিটা নিশ্বাস-প্রশ্বাসের শব্দ
কর্নকোঠরে তীব্রতা জাগাচ্ছিল।


আমি তাকিয়ে ছিলাম-
নিপুন শিল্পকর্মে প্রস্তুত প্রানের দিকে
অতপর-
ঘৃণায় সরে এলাম
সুখ বড় নিষ্ঠুর ,সে আমার সয় না
!!
আমি কষ্ট ভালবাসি
পোড়াতে ভালবাসি নিজেকে বিরহের দাবানলে।
কৃষ্ণপক্ষের অস্তগামি চাঁদ
শোভা পায় আমার কবিতায়
আঁধারে চলে আমার কলম!
সুখের আলো সয় না।।