সকালে সোনালি আলো লুটিয়ে পরে ঘাসে
বালুচরি শাড়ি ঝিকমিক করে রৌদ্রে।


শালিকের কিচমিচ শব্দ,
পাখার অবিরাম ঝাপটা
বেলাশেষে ক্লান্তপাখা ফিরে চলে নীড়ে
অস্তগামী সূর্য কেড়ে নেয় তার তেজ!!


অন্ধকারের সূচনায়  বালিহাঁস কেঁদে চলে
বিদির্ন হাহাকার!
ক্ষতরা বেঁধেছে বাসা
অবিনশ্ব কান্না,অবিশ্রান্ত অশ্রু
চুম্বন করে ভূমি।


নরম বুকে বিঁধে যায় কাঁটা
রাত্রী যত ঘন হয়- বালিহাঁস চিৎকার করে
হাওয়ায় মর্মর ধ্বনিতে চাপা পরে কর্কশ স্বর।


চাঁদ আছে,জ্যোৎন্সাও আছে
শুধু বালিহাঁস -এর গায়ে পরে নি জ্যোৎন্সা
ক্লান্তির,ক্ষত বিক্ষতের বালিহাঁস আছড়ে পরে নিঃস্তব্দে।।