দেশে দেশে বৃদ্ধিপ্রাপ্ত
হচ্ছে বেকার
মূল্যহীন হচ্ছে অভিজ্ঞ উচ্চশিক্ষার।


কর্মের পাতা কাজের খবরে
ছড়াছড়ি
অনলাইনে ভীড় জমেছে
করতে কাড়াকাড়ি।


দিন রাত্রি হচ্ছে পূরন
সাদা কালো ছক
রিটেন এক্সাম্ এর খাতা
করছে ঝকমক।


সর্বশেষে,সাদা স্কিন বলছে
হেসে হেসে-
নট কোয়ালিফাই আবার এসো
নতুন কোনো বেশে।
কিংবা আমার ব্যাগটি ভরাও
রঙিন কাগজ ঠেসে।।


উচ্চশিক্ষার বিস্তার লাগছে না
আর কাজে
বিলিন হয়ে যাচ্ছে সবই
লক্ষ টাকার মাঝে।


বেকার জীবন, বেকার সন্তান
হারাচ্ছে শত তাজা প্রান
কি আসে যায় তাতে
নাইবা থাকলো মোটা বস্ত্র
নাইবা জুটলো দু মুঠো ভাত
ক্ষুদাতুরের পাতে।।