তোমার ঐ চোখ দিয়ে তুমি রোজ দেখেছো আমায়
কিন্তু, একদিনও দেখোনি ভিতরের কোমল হৃদয় ;
কখনও বুঝতে চাওনি অভিমানের প্রলাপ
বুঝতে চাওনি না বলা কথার বিলাপ।
                                                  রোজ কথা হয়,
                                                    শুধু কথায় হয়;
অনুভূতির শব্দ গুলো ডানা ঝাপটায়
তোমার আকাশে উড়ার অধিকার দিতে চাওনি ।
                    রোজ গুমরে মরে অক্ষর
জমাট বাঁধে আঁধারের শীতলতায়
কখনও বুঝতে চাওনি-
কঠিনতার আড়ালে রাখা পলিমাটির তরলতা।।