নীল জোৎন্সা দূরে চলে যায়
তারা ঝরে পড়ে আকাশ সীমায় ।
স্মৃতির আলোয় ঘর কালো
আমার আমি বড়ো এলোমেলো ।
সময়ের ঘড়ি থেমে গেছে
চোখের পলক রাত জেগে বাঁচে ।
থালায় সাজানো রঙিন বাটি
বড্ড ফিকে হয়ে যায় জমজমাটি।
চেনা ভীড়ে রোজ ই হারায়
কাটছে প্রহর অগোছালোতায়।।