নদীর ধারে বসে
কেটেছে কত বছর
নদী বয়ে চলে স্রোতে
দিগন্তে,বহুদূরে
বৃক্ষপল্লবে সাজে-
আমি প্রতীক্ষায় রয়েছি
সংসার,কম উপহাস করেনি ;
তবুও জীবন চলেছে।
জোনাকি রাত এসেছে-গেছে
চন্দ্রসুখও আছড়ে পরেছে
সে কি সুখ ছিল !
নাকি ছিল দুঃখ!
পাল তোলে,নৌকায় লাগে হাওয়া
আমি অপেক্ষায়-
ভিক্ষাপ্রাপ্তি,যদি ভালোবাসো
এই ত চাওয়া