পেটে ক্ষুধার তীব্র জালা
ঘরে কাঁদে সন্তান
নিঝুম রাতে ,মা খাবার খোঁজে
দিয়ে লজ্জা বিসর্জন।


রাস্তায় খোঁজে খদ্দের
চাই কিছু টাকা
অসহায় শিশুর পেট
বেলা গিয়েছে,তবু ফাঁকা।


আমরা বলি বেশ্যা তাকে
কলঙ্কিত সে
গর্ভের সন্তান পাপী
বাপ যে নিরুদ্দেশে।


কত শত লোকে
করেছে ভোগ দেহ
অস্পর্শ্বা করেছে তাকে
অসহায়ত্বের সুযোগ নিতে ছাড়েনি কেহ।


কেটেছে কত দিন
কেটেছে কত রাত
গোত্রহীন শিশু জন্মেছে
ক্ষুধা আছে,নেই ভাত।


অশ্রুশিক্ত নয়নে
সন্তান এর মুখ ভেসে আসে মনে
নগ্ন দেহে বিলায় নিজেকে
কামলীলার সুধা
মিটাবে শিশুর ক্ষুধা
মানুষ ত নয়
প্রতিনিয়ত বলি করে গুনিজন
এই বেশ্যাকে।।