ছোটো গাছটিকে বহু যত্নে
              বড়ো করে তোলা হয়েছে
নিয়মিত জল সিঞ্চন করা হয়েছে,
রাখা হয়েছে-
                খোলা আকাশের নীচে
একমুঠো রোদ আর বৃষ্টির আশায়!
মাটির রস সিক্ত করে রোজ-ই
গাছের ডালে গজিয়েছে কচি পাতা!!


খালি চোখে এমন ই মনে হবে!
বন্ধ চোখে দেখ-
   ভেসে উঠবে শত শত বিন্দু
সবুজ রঙ কে হারাবে
             ঠিকানা পাবে হলদের জমাট
শিরায় শিরায় রসের মধ্যে খুঁজে পাবে অনুচক্রিকা
শুকনো ভাজে বরফ এর স্তূপ
বুঝবে ক্লোরোফিল এর অভাব।।