প্রতিটা দিনেই কালবৈশাখী ওঠে
তছনছ্ হয় দিকসকল
নিদ্রা সরিয়ে,জাগরন
               তুমুল ঝড় ওঠে
                              অশান্ত হয় পরিবেশ!
কালোয় নিম্মজিত ,কম্পিত ভূতল।


লাল স্রোতে নদী বয়
ভূ-পৃষ্ঠ ঢাকা নর কঙ্কাল
            তবু হুশ নেই;


সকল-ই দর্শক,
                    প্রতিবাদী ঝড় নিভে যায় দ্রুত।
চশমায় ঢাকা চোখ
সূরযালোক নয়; মর্তলোকও পড়ে না।


          হায়নাদের থামানো দরকার
           দরকার বিরাট জলচ্ছ্বাসের
           দরকার কন্টোল রুম।।