অন্ধকার ছাদে
সিগারেট হাতে বসেছি
একহাতে সিগারেট, অন্য হাতে লাইটার
ঘি-আগুনের পাশাপাশি থাকার মত অবস্থা হল।
বিদঘুটে অন্ধকারে 'খচ' শব্দে আলো জ্বলে উঠল।


ক্ষীন আলোয় চোখে পড়ল নির্গত ধোঁয়া
কত আকারে সজ্জিত,চলমান।


হাতের সিগারেট স্পর্শ্ব করছে ঠোঁট-
আর লাল ক্ষত গুলো স্পষ্ট হয়ে উঠছে নিরবে।
সঙ্গে থাকা সাদা ধোঁয়া আকাশকে স্পর্শ্ব করছে আলিঙ্গনের মোহে।
মোহ স্থায়ী হয়নি, মেঘের আকার নিয়ে শুরু করেছে বারিবর্ষণ-
নিভে গেল হাতে র সিগারেট টি।


এর আগে একবারো অনুভব করিনি-
এর সীমা কতদূর
বুঝিনি লাল ক্ষতদের আত্মনাদ
বুঝিনি ধোঁয়ার ব্যাথা।
এখন সব পরিস্কার, নিঃশ্বাসে ও ধরা পরছে কষ্ট
কারন অর্ধপোড়া সিগারেটে বৃষ্টি এসে অতৃপ্ত করেছে আমায়।।