অধীর আগ্রহে অপেক্ষারত
তবু অবসান ঘটেনি
বেলা গড়িয়ে যাচ্ছে
সূর্য পূর্ব হতে পশ্চিমে চলে গেছে
তুমি আসোনি।
অতঃপর আমি ধৈয্য হারায়নি
বিশ্বাস রেখেছি
ভালো পেতে কষ্ট দিতে হয়
তোমার থেকে ভালো আর কিছু নাই
তাই বিসর্জন দিয়েছি কষ্ট, ধৈয্য


বেলাশেষে তুমি এলে
উদ্বেলিত হৃদয়,আনন্দরাশির জলে
স্পশ্বিত আঁখি
বুঝেছি কথার তাৎপর্য যথার্থই রয়েছে
অস্থায়ী বেশি।


ঘন্টা-মিনিট-সেকেন্ড যখন
বৃত্তে পাক খেতে শুরু করেছিল
আমি তাকে থামাতে চেয়েছিলাম,
তুমি চেয়েছিলে গতি বাড়াতে
পূর্ন হয়েছিল তোমার আকাঙ্খা
তারা হয়ে উঠেছিল ধাবমান
থামাতে গিয়ে সেদিন থেমেছি আমি
পায়ের পাতার বেঁধেছিল বাণ।


০১/১০ ২০১৭