ভোরোর আলো জানালার ফাঁক দিয়ে
যদি কখন ছুঁয়ে যায়,
চোখে এসে ঘুম ভাঙায়,
জেনো সেই আমি ।


প্রখর রৌদ্রতাপে,ঝলসানো ফুলগুলি
যদি বিকেলে ঝরে পরে
তোমার পদতলের কিনারে
জেনো তবে-সে আমি ।


জ্যোৎন্সা আলো আঁধার রাতে
যদি গায়ে এসে পরে
মেখে নেয় তোমায়
জেনো সেই আমি ।


রঙিন প্রজাপতি পাখা মেলে
যদি বসে অঙ্গের স্থানে
উষ্ণ ওষ্ঠে স্পর্শ করে তোমায়
জেনো সেই আমি ।


অঝোর বৃষ্টির শীতল ধারা
যদি তোমায় স্নাত করে
বিন্দু বিন্দু ফোঁটা হয়ে
জেনো সেই আমি ।।