সূর্য যেমন দেয় কিরণ
                      সাত সকালে এসে।
তেমনি মোরা থাকব সবাই
                      সকলকে ভালোবেসে ।।


ফুল যেমন গন্ধ ছড়ায়
                      এদিক থেকে ওদিক।
তেমনি মোরা সকল দিকে রুখে দাঁড়াব
                       হবে না কোনো বেঠিক ।।


নদী যেমন এগিয়ে চলে
                     এই কূলে ঐ কূলে
একতায় থাকব মোরা
                     জাতের বিভেদ ভুলে ।।


হাসি মুখে, সহজ সুখে
                   গড়ব মোদের জীবন
জ্ঞানের আলোয় ভরাব ধরা
                     এই মোদের পণ।।